সিনায় সিনায়

নিমন্ত্রণ রইলো আমার বাড়ি
নিমন্ত্রণ রইলো সবার,
ফিরতি পথে এসো তুমি
ঠিকানা আমার পথের ধূলি।

নিমন্ত্রণ রইলো আমার বাড়ি,
নিমন্ত্রণ রইলো সবার,
রোদের ভিতর রোদ হয়ে
ওম দেব তোর বুকের ভিটায়।

সিনায় সিনায় লাগে টান,
সিনায় সিনায়।।

এসো চোরা পথ ধরে
চোরা ময়দানে,
এসো জোছনা ধোয়া
দীঘির জলে।

মুক্তির স্নান শেষে।
সিনায় সিনায় লাগে টান,
সিনায় সিনায়।

এসো বুকের গহীনে,
বাড়ীর সিথানে,
এসো পথভোলা সেই
নদীর কিনারে।

কন্ঠ ও সুরঃ জেমস
কথাঃ জেমস, আনন্দ