সুধাংশু

মনে পড়ে সুধাংশু
সেই উনিশ পাঁচ দুই।।
শ্লোগানে, মিছিলে
একসাথে ছিলাম,
সেই আমি আর তুই রে
সেই আমি আর তুই।

ওই আমি ভুলি নাই, ভুলি নাই
ভুলি নাই তোরে,
ওই আমি ভুলি নাই
বাংলা মায়ের সাত কোটি সন্তানেরে।
মনে পড়ে সুধাংশু,
সেই উনিশ পাঁচ দুই।

ওরে আমি একবার আসি
একবার যাই।।
যাইয়া দেখি বন্ধু তুই
আজো ঘরে ফিরিস নাই।।

মনে পড়ে বন্ধু,
মনে কি পড়ে তোর?
মনে পড়ে সুধাংশু,
সেই উনিশ সাত এক।
দুজনার ছিলো কাঁধে কাঁধ,
আর হাতে ছিলো রাইফেল।

সেই আমি আর তুই।।
সেই আমি আর,
সেই তুই রে।

কন্ঠ ও সুর: ফারুক মাহফুজ আনাম জেমস
কথা: মেছের মণ্ডল, লোকনাথ
(বিঃদ্রঃ মেছের মণ্ডল ও লোকনাথ সম্পর্কে সঠিক কোন তথ্য সংগ্রহ করা সম্ভব হয় নি।)