ফেরা

দূরে গেলে কাছে ফেরা সহজ মনে হয়
একবার দূরে গেলে ফেরা সহজ নয়,
যদিওবা দূরে যেতে যেতে মনে হয়
ফিরবো না হয় যখন আবার মন চায়।

যাবার আগে কেন ভাবে না আজ মন
ফিরতে পারবে না সে যখন তখন,
যেতে হলে দিতে হবে মূল্য এমন
মেরে ফেলে মনটাকে চলবে জীবন।

কেন মন বোঝে না সময় যখন
পোঁড়া মনে বেঁচে থাকার নামই মরণ,
দ্বিধা মনে বেঁচে থাকার কি মানে হয়
একবার চলে গেলে ফেরা সহজ নয়।

জেনে না জেনে ভুল করলে আপন
দূরত্ব আনমনে বাড়বে তখন,
কেন হায় বোঝেনা যে এ অবুঝ মন
থাকলে পাশে শুধু কেউ হয়না আপন,
বহুকাল পাশে থেকেও পায় না যে মন
এমনি যে কত শত যাপিত জীবন।

কন্ঠ ও সুর: আইয়ুব বাচ্চু