আয়না ভেঙে যায়

নদীর জলে চেয়ে
চেয়ে থেকে নিজেকে বলি,
সময় কেঁটে যায়
এ কোন অচেনা আমি।

সুখ নাই…
সুখের বিহীন ক্ষয়ে যাই,
নিজেরে দেখে আর
নিজেকেই চিনতে পারি না।

আয়না ভেঙে যায়।

সাতরঙা আঁচলে কি যে ছলনায়
বেঁধে রাখা কুয়াশায়,
হারানো দিন চির অচিন
স্বপ্নও ক্ষয়ে ক্ষয়ে যায়।

ফেলে আসা কৈশোর
যেন এক খেলাঘর
ডাহুক ডাকা দুপুরে,
আজ মনে পড়ে, আজ পিছু ডাকে।

ঘুম নাই, ও সাথী, রে সাথী
ও সাথী, আজ কোথায়।

স্মৃতির গন্ধটায়
তোমাকেই ফিরে পাই,
হাত দু’টি
ডেকে ডেকে যায়।

কন্ঠ ও সুর: শাফিন আহমেদ