প্রথম চিঠি

ভালোবেসে লিখেছিলো প্রথম চিঠি
তোমাকে আমি ভালোবাসি,
সেই থেকে ভালোবাসা বুঝতে শুরু
এখন মেয়েটি কাঁদে আর ছেলেটি হাসে।

সবুজ বনান্তরে যেখানে পাখিরা এসে
বাসা বাধে গান গায় গভীর সুখে,
সেখানে গিয়েছিলো মেয়েটি যে ভেসে
পাখিগুলো উড়ে গেছে দূরে দূরে।

সময়ের পাতা থেকে টুপটাপ ঝরে পড়ে
সোনালী সবুজ সব প্রহরগুলো,
ঐ দূর মেঠোপথে উড়িয়ে আঁচলকে
যায় চলে যায় উদাস পথে।

এখন ছেলেটি কাঁদে আর মেয়েটি হাসে।

কন্ঠ ও সুর: শাফিন আহমেদ