জবাব চাই

আমাদের কিছু কিছু প্রশ্ন ছিলো
অশান্ত মনে বড় যন্ত্রণা ছিলো,
আমাদের ছোট বড় প্রতিবাদ ছিলো
আমাদের বাস্তব নির্মম ছিলো।

নিন্দিত হল এই নন্দিত জীবন আমার
আমাদের তাই কিছু প্রশ্ন ছিলো, প্রশ্ন!
আমাদের তাই কিছু প্রশ্ন ছিলো
জবাব চাই, জবাব চাই!

আমাদের কিছু কিছু স্বপ্ন ছিলো
দুরন্ত মনে কিছু কবিতাও ছিলো,
এই দেশ সুন্দর সুফলা ছিলো
পরিবেশ সুন্দর শান্ত ছিলো,
সবুজের এই দেশে রক্ত, রক্ত এলো
আমাদের তাই কিছু প্রশ্ন ছিলো।

আমাদের চারিদিকে প্রতিরোধ ছিলো
আমাদের মন জুড়ে প্রতিশোধ ছিলো,
শ্রমিকের গা বেয়ে ঘাম ঝরছিলো
কৃষকের ফসলের দাম বাড়ছিলো,
মানুষের চোখে বড় আনন্দ ছিলো
আমাদের তাই কিছু প্রশ্ন ছিলো।

জবাব চাই! জবাব চাই! জবাব চাই!

স্বাধীনতা এই দেশে কবে এসেছিলো?
তাই নিয়ে আমাদের প্রশ্ন ছিলো,
ঘাতক আর দালালেরা কোনখানে গেলো?
বিচারের নামে কেন প্রহসন হলো?
ভালো ভালো সুন্দর বহু কথা ছিলো
কেন তবু এতোগুলো প্রশ্ন এলো?

কন্ঠ ও সুর: মাহফুজ আনাম জেমস