আমার গৃহ

ইতিমধ্যে বাঙলাদেশ স্বাধীন হয়েছে। মিরপুর ব্রিজে
শুকিয়েছে রক্ত। বিশ্ব আর আমি নিজে
চারটি ক্যালেন্ডারের পাতা ছিঁড়ে ছুঁড়ে ফেলে
টাঙিয়েছি নতুন ক্যালেন্ডার। ইতিমধ্যে কতো শত জেলে
তুলেছে অজস্র রত্ন সাগরের নোনা জল থেকে।
প্রেমিক ও প্রেমিকারা হৃদয় ও রক্তের কথা লেখে লেখে
সভ্যতাকে করেছে রঙিন। ইতিমধ্যে মন দেয়ানেয়া ক’রে গেলো
শাদা মার্কিন আর গণলালচীন।

পাখিরা যেমন গাছে উষ্ণ খড়ের অভাবে
ফেলে রাখে বাসা বাঁধা, যদিও স্বভাবে
তারা গৃহনির্মাণ অভিলাষী, তেমনই উষ্ণ খড়-
তার অভাবেই আমি
গৃহ আধনির্মিত রেখে বসে আছি ঝড়ে বৃষ্টিতে দিবাযামি।