আমার ভুলগুলো

ভুলগুলো- আমার সুন্দর করুণ ভুলে-যাওয়া ভুলগুলো
যেখানে ফেললে পা ফুটতে পারতো রক্তপদ্ম
ভুলে সেখানে পা ফেলতে পারি নি
আমার রক্তপদ্ম তাই কোনোদিন ফুটলো না
ভুলগুলো- আমার বিষণ্ণ কোমল ভুলে-যাওয়া ভুলগুলো
যেখানে রাখলে হাত বইতে পারতো ঝরনাধারা
ভুলে সেখানে হাত রাখতে পারি নি
আমার ঝরনাধারা তাই কোনোদিন বইলো না
ভুলগুলো- আমার অমল সুদূর ভুলে-যাওয়া ভুলগুলো
যে-ঠোঁটে রাখলে ঠোঁট জ্বলতে পারতো পূর্ণিমার চাঁদ
ভুলে সে-ঠোঁটে ঠোঁট রাখতে পারি নি
আমার পূর্ণিমার চাঁদ তাই কোনোদিন উঠলো না

ভুলগুলো- আমার অমল কোমল ভুলে-যাওয়া ভুলগুলো
যেদিকে তাকালে দেখতে পেতাম বিশুদ্ধ সুন্দর
ভুলে সেদিকে তাকাতে পারি নি
বিশুদ্ধ সুন্দরকে তাই কোনোদিন দেখতে পেলাম না

ভুলগুলো- আমার সুন্দর করুণ ভুলে-যাওয়া ভুলগুলো
যে-জলে সাঁতার দিলে পেতে পারতাম অমরতা
ভুলে সে-জলে সাঁতার কাটতে পারি নি
মুমূর্ষু আজকে তাই অমরতা আমার হলোনা