আমি কি পৌঁছে গেছি

আমি কি পৌঁছে গেছি, আমার মাংসের কোষে কোষে কিলবিল
করছে অজেয় পোকারা? ঘোলাটে হয়েছে রক্ত? আমার ভেতরে
বেড়ে চলছে গোরস্থান? মগজের পথে পথে চলছে মিছিল
প্রেতদের? যেই সব সোনা ছিলো পচে গেছে? পদ্মারা কি চরে
আটকে ম’রে গেছে? ডাল থেকে ঝ’রে যাচ্ছে পাতা আর পাখি?
বহু দূর যাবো ইচ্ছে ছিলো, এরই মধ্যেই ধূসর বাদামি
পাল দেখতে পাচ্ছি? হাহাকার ওঠে রক্ত জুড়ে, সাধ ছিলো ধ’রে রাখি
হাত। কিন্তু আমি কি পৌঁছে গেছি, এতো দ্রুত পৌঁছে গেছি আমি?