বেহালা

বেহালা, একাকী বাজে, শোকেসে নিশিদিন বন্দী যদিও
হাজার বৎসর, তন্ত্রি নেই, ছড় নেই, নেই তো নিজেই,
তবুও বাজবে সে, বাজছে সে, হাজার বৎসর
বেহালা, একাকী বাজে, শোকেসে বন্দী, তবু দিনরাতভর
তন্ত্রি নেই, ছড় নেই, নেই তো নিজেই, তবুও সে
পলাতকা হরিণীরে ছড়িয়ে ছিটিয়ে দেয় ঘরে ছাদে বারান্দার থামে,
অম্লান জল জমে মেদিনীর সব পেণ্ডুলামে,
বেহালা, একাকী বাজে, শোকেসে নিশিদিন বন্দী যদিও
হাজার বৎসর, তন্ত্রি নেই, ছড় নেই, নেইতো নিজেই