বিরোধী দল

আমার সমস্ত কিছু আজকাল আমারই বিরুদ্ধে দাঁড়ায়
ফেস্টুন প্ল্যাকার্ড কালো পতাকা উঁচিয়ে
দিকে দিকে শ্লোগান দেয় আমারই পুত্রপৌত্র সব
হেরে যাই নির্বাচনে
সভামঞ্চ ধ্বংস হয় আত্মজের প্রচণ্ড তাণ্ডবে
সদর রাস্তা চৌরাস্তা গলি উপগলি
গ্রামগঞ্জ নগর বা মফস্বল শহরে
দগ্ধ করে আমার নিজস্ব হাত আমারই ব্যঙ্গাত্মক কুশপুত্তলিকা

পালিত কুকুর বেড়াল শার্ট স্যুট চশমার কাচ
স্বরচিত গদ্যপদ্য একোরিয়ামে পোষা লাল মাছ
আলোলাগা ভালোলাগা একখণ্ড প্রিয়তমা নদী
সবাই মিছিল করে দরোজায়
বলে যায়, ‘আমরা সকলেই তোমার বিরোধী।’