ব্লাডব্যাংক

বাঙলার মাটিতে কেমন রক্তপাত হচ্ছে প্রতিদিন
প্রতিটি পথিক কিছু রক্ত রেখে যায় ব্লাডব্যাংকে: বাঙলার মাটিতে
জমা রাখে ভবিষ্যৎ ভেবে

প্রতিটি শ্রমিক তার চলার কুটিল পথে রাখে রক্তসূর্যবীজ
ইস্কুলের শিশুছাত্র যুবতীযুবক
গ্রামবাসী চাষী রিকশঅলা নড়োবড়ো বুড়ো ক্যানভাসর
জীর্ণ মাঝি পদ্মার চিরকাল দণ্ডিত ধীবর
সবাই রক্ত রাখে ব্লাডব্যাংকে: বাঙলার মাটিতে
বাঙলার সব রক্ত তীব্রভাবে মাটি অভিমুখি
শুকোতে পারেও পদ্ম উবে যেতে পারেও সাগর
বাঙলার নিসর্গমালা একদিন ঝ’রে যেতে পারে
তবু এই রক্ত থেকে একদিন
পাবোই নতুন পদ্মা নিসর্গমালা উঠে-যাওয়া সেই গ্রামটারে

কে আর রক্ত রাখে ব্লাডব্যাংকে হাসপাতালে
সেইখানে লালরক্ত ঘোলা হয়ে যায়
কাচ শিশি অষুধের বিষাক্ত ছোঁয়ায়

বাঙলার মাটির মতো ব্লাডব্যাংক আর নেই
একবিন্দু লাল রক্ত
দশ বিন্দু হয়ে যায় সেই ব্যাংকে রাখার সাথেই
তাই আর যায় না কেউ ব্লাডব্যাংকে হাসপাতালে

বাঙলার সব রক্ত তীব্রভাবে মাটি অভিমুখি