দুদিন ধরে দেখা নেই

দু-দিন ধ’রে দেখা নেই দুশো বছরেও আর দেখা হবে না
গাছ গাছের ভেতরে গাছ তোমরা তা জেনে রাখো
দু-দিন ধ’রে দেখা নেই দুশো বছরেও আর দেখা হবে না
আলো আলোর ভেতরে আলো আঁধার আঁধারের ভেতরে আঁধার
পাথর পাথরের ভেতরে পাথর তোমরা তা জেনে রাখো
দু-দিন ধ’রে দেখা নেই দুশো বছরেও আর দেখা হবে না
তোমরা তা জেনে রাখো রাজপথের দ্বীপে জাগা ফুল
হাইওয়েতে দুর্ঘটনার মুখোমুখি সকল যানবাহন
স্মৃতি ডায়রির পাতা সর্বরোদনের মূল
অস্থির অসুখী মানুষ মানুষের পাপ ভালোবাসা
ক্লান্তি জ্বর তোমরা তা জেনে রাখো
দু-দিন ধ’রে দেখা নেই দুশো বছরেও আর দেখা হবে না..
তোমরা কি দেখা পাও যাকে হারাও
দুশো কি দু-হাজার ব্যথিত বছরে?