গাছ

শঙ্খ-সমুদ্রের মতো দেয়ালে নতুন চর জেগেছে একটি আজ
লতার মতোন নদী সারা রাত মুখে ক’রে এনেছে হলুদ পলিমাটি
বাঁধ দিয়ে দিয়েছিলাম ভৌগোলিক
তারই মধ্যে জেগে উঠেছে আমার নতুন চর
চরের গাঙচিলপ্রান্তে ভোরে রোপণ ক’রেছি একটি গাছ
গাছ হ’য়ে ধীরে ধীরে গাঙচিল ছুঁয়ে ডাল মেলছে আমার শরীর