হাতুড়ি

প্রত্যেক অক্ষরে নাচে ধ্বংসরোল আর
পরিশ্রমী হাতুড়ির ধাতব টংকার
বাজে প্রতি শব্দে; ধ্বংসসৃষ্টি লেখি প্রসারিত সময়ের সকল পৃষ্ঠায়।
প্রতিটি কবিতা জীর্ণ সভ্যতার
ইট খোলে দুই হাতে, শূন্য অন্তঃসার
সময়ের মাঠ জুড়ে নতুন সভ্যতা তোলে শ্রমিকের সহজ নিষ্ঠায়।