যাচ্ছি

যাচ্ছি সকল কিছুতে যাচ্ছি যেমন সর্বত্র যায় পরাক্রম অমোঘ বীজাণু
গাছের শিকড়ে যাচ্ছি রস ফলের বোঁটায় যাচ্ছি কষ
যাচ্ছি গৃহে ব্যালকুনির হাতছানিতে যানবাহন নিসর্গ মাতাল
নিজেকে আলপিন করি গেঁথে রাখি একফাইলে
সমসাময়িক আর মহাকাল।
যাচ্ছি ঠোঁটের ভেতর যাই চুমো হই বুকের ভেতর যাই ব্যথা বই
পাখির বাসায় যাই ছা বুকের নিকটে যাই ব্রা
যাচ্ছি ওড়ো ইস্টিমার ডানা মেলো আবহাওয়াসংকেত ভুলে যাও
পাটাতনে ফুলের মতোন কিছু জলদস্যু তুলে নাও
যাচ্ছি
যাচ্ছি সকল কিছুতে যাচ্ছি যেমন সর্বত্র যায় বিষণ্ণ ঘাতক।