যদি তুমি আসো

যদি তুমি আসো তবে এ-শহর ধন্য হবে
জ্বালবে
মোমবাতি
সব গাছে মসজিদে অ্যাভেন্যুতে গোলাপ পাপড়িতে
আমার বক্ষে যদি তুমি আসো
প্রতিটি ল্যাম্পপোস্ট বাদুর হয়ে গান গাবে
আইল্যান্ডগুলো হবে জেম্‌স্ ফ্রম ট্যাগোর
বেজে যাবে স্ট্রিটে বাথরুমে প্লেনের ডানায়
আমার সবগুলো চোখের ভেতরে যদি তুমি আসো

তোমার অভাব বড়ো বোধ করে এ-শহর
তোমার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে
পুরানো শহরের সমস্ত স্থাপত্যকর্ম ভেঙে যাচ্ছে
সমস্ত নতুন প্ল্যান সুনিবিড় শিল্পের আকুতি
ময়লা জমছে বাল্‌বে পার্কে ট্রাফিকপুলিশের চোখে
আমার বক্ষে তোমার অভাবে

এ-শহরে প্রতিদিন ধূলিঝড় হয়
এ-শহরে প্রতিদিন ছাদের উপর থেকে
কেউ কেউ লাফ দিয়ে আত্মহত্যা করে
এ-শহরে প্রতি রাতে ঘুমের অষুধ খেয়ে ঘুমোতে যায়
সমস্ত নতুন ফ্ল্যাটের সব খাট বেডকভার বালিশ
সতরঞ্চি পাণ্ডুলিপি বলপয়েন্ট কবিতার বই

যদি তুমি আসো তবে এ-শহর ধন্য হবে
একটি তুচ্ছ যান
আবার রাস্তা খুঁজে পাবে
প্রতিটি ট্রাফিক সিগনাল নির্ভুল সংকেত দেবে
রাস্তায় ঘুরে ঘুমে স্বপ্নে পুস্তকে
গোলাপ পাপড়িতে যদি তুমি আসো