কী নিয়ে বাঁচবে ওরা

কী নিয়ে বাঁচবে ওরা শেষ হ’লে ফ্লোর শো। যখন
থামবে ড্রাম, অর্গান; ঝিলিক আসবে নিভে প্রেক্ষাগারে,
ক্লান্তি নামবে দেহ জুড়ে; শেষ হবে তীব্র আলিঙ্গন,
চুম্বন, সঙ্গম, আর হাহাকার উঠবে শেয়ার বাজারে;
ওদের ভেতরে কোনো নদী নেই, মেঘ জ’মে আসে না আকাশে,
কাঁপে না শিশির, ভোরের অনেক আগে বাজে না দোয়েল;
বজ্র নেই, বৃষ্টি নেই, হঠাৎ আকাশ ফাড়া বিদ্যুতের ত্রাসে
ওদের ভেতরে জন্ম নেয় না স্বপ্ন; রক্ত থেকে ঝ’রে শুধু তেল,
গাড়ি, ফ্রিজ, টেন্ডার, লেনদেন; কাল এবং পরশু
কী নিয়ে বাঁচবে ওরা শেষ হ’লে এই উৎসব, এই ফ্লোর শো।