কবি

ওপড়ানো হলো চোখ; দশ নখে ছিঁড়ে ফেলা হলো নীলমণি;
অন্ধকার উঠলো জ্ব’লে কোটরের চার পাশে, সর্বলোক ভ’রে;
ছড়ালো বিবিধ রোগব্যাধি যকৃতে ও পিত্তাশয়ে; সমস্ত লাবনি
খুঁটে খায় ক্যান্সার, যক্ষ্মা, সিফিলিস, রক্তচাপ, গনোরিয়া, জ্বরে;
হৃৎপিণ্ড ছিঁড়ে নিলো কাক, চিল, শকুনের পাল;
যৌনাঙ্গ পীড়ন ক’রে নেয়া হলো ভাণ্ড ভ’রে মধু, বিষ, জীবন, মরণ;
কামপ্রেম ক্ষান্ত হলো; আলো নেই আঁধি ফেলে জাল-
কবি: রচিত হয় সেই ক্ষণে, এই তার জীবনধরন।