কবির লাশ

উদ্যত তোমার দিকে একনায়কের পিস্তল বেয়নেট ছোরা।
স্বপ্নসৌন্দর্যের চেয়ে বহু দামি দেশলাই, ক্লিপ, চটিজোড়া,
অন্তর্বাস। তুমিই চিহ্নিত শত্রু;- তাই দানবিক ট্রাক
গাল ভ’রে রক্ত চায়। শহরের পথেপ্রান্তে হিংস্র দশলাখ
বৈদ্যুতিক তার ঝুলে পড়ে তীব্র তেজে! দীর্ঘ বিক্ষুব্ধ মিছিল
চণ্ডস্বরে গর্জে ওঠে, ‘আমরা চাই ছন্দোবদ্ধ, যতি আর মিল
দেয়া কড়া পদ্য, কবিতার দরকার নাই।’ মাংসল যুবতী
দশটা গুণ্ডার সাথে ঘুম যায়, তবুও কী বিস্ময়কর সতী!
তার কৌমার্য ক্ষুন্ন হয় কবিতায়। সমাজের কালো কুকুরেরা
চিৎকারে সন্ত্রস্ত করে স্বপ্নলোক, আতঙ্কিত পদ্ম-জ্যোৎস্না-ঘেরা
পশু ও মানুষ। অন্ধ রাজধানি ভ’রে রটে প্রচণ্ড উল্লাস-
সদর রাস্তায় চাই রক্তমাখা ছিন্নভিন্ন ঘৃণ্যতম লাশ।