নতুন সঙ্গিনীকে

ঝলকে ঝলকে ওঠে বাতাস গা থেকে বেরিয়ে আসে হাঁস
তোমার পায়ের শব্দে মেঝে হয় পার্ক
টেবিলে দেয়ালে জন্মে আদিগন্ত সমারোহে ঘাস

হাত রেখে কোমল ঘড়িতে রোদ হয় সোনা রঙ ফিতে
সব ধন স্নানার্থে ডুব দেয় পরম নদীতে
তুমি মেঝেতে রাখো সূর্যোদয়ের মতো দুটি পা
তুমি টেবিলে রাখো জীবনের মতো কিছু ফুল
তুমি দেয়ালে রাখো দৃশ্যের মতো কিছু সুর
অস্তির সংকেত জ্বালে প্রতারক সবগুলো ‘না’
পরম সত্যের মতো জ্বলে ওঠে সবগুলো ভুল
গীতবিতানের গান গ’লে হয় সোনালি দুপুর