অম্লান জল

নিরহঙ্কার জ্যোৎস্না মোর ব্যালকনিতে
পবিত্র শিশির নামো মৃদু পদপাতে।
গোপন বাতাস এসো দাও দাও বাড়াও আঙুল
সেতু হয়ে থাকো চোখের তারায়
ঝুলে থাকো দীপাবলি মধ্যরাতে অমৃত সংকেতে
মহাকাল শূন্যলোকে স্ববেগ হারাও
মস্তকশীর্ষে ওড়ো নীল হয়ে গোল বিছানাতে।
গাছপালা রৌদ্রলোক নিশীথের বিনম্র ফসল
গা থেকে ঝরছে জ্যোৎস্না অমর সবুজ
তুমি মোর আঁখিপাতে চিরদিন জ’মে থাকা জল।

হে আমার নীলপথ স্থলপথে অধীর সাগরে জলযান।