অন্ধ যেমন

অন্ধ যেমন লাঠি ঠুকেঠুকে অলিগলি পিচ্ছিল সড়ক
বিপজ্জনক বাঁক ঢাল ট্রাকের চক্রান্ত পেরিয়ে
অবশেষে পৌঁছে তার অনিবার্য গন্তব্যে-
উদ্ধারহীন খাদে-

আমিও কি তেমনি বহু খাদ পরিখা দেয়াল
প্রান্তর সভ্যতা অ্যাকাডেমি অ্যাংলোস্যাক্সন আলিঙ্গন
পেরিয়ে অবশেষে পৌঁছোলাম-
তোমাতে?


Warning: Array to string conversion in /homepages/46/d530413940/htdocs/prokashoni.net/wp-content/themes/prokashoni/single-bangla.php on line 66