অন্ধ ও বধির স্যাণ্ডল

ঝ’রে গেলো স্বপ্নদল যা আমি ঘুমের ভেতর থেকে
কুড়িয়ে এনেছি
ফুটপাথে
খররৌদ্রে ছাতাহীন ফুটপাথে
তাদের মাড়িয়ে গেলো রিকশা ভিখিরির নগ্ন পা
সকাল দুপুর সন্ধ্যা রাত্রি
আর তোমার অন্ধ ও বধির স্যাণ্ডল।

ঝরেছে অনেক বৃষ্টি নষ্ট বহু হয়েছে ফুলেরা
কষ্ট বহু পেয়েছে নিশীথ খোঁপা বহু ভেঙেছে চুলেরা
পার্কে অনেক বেঞ্চ ভেঙে গেছে বহু রেস্তুরঁয়
আলিঙ্গন চুম্বন কতোবার হলো বিনিময়
তবু আজো চিৎকার ক’রে কাঁদে ফুটপাথে
সেই স্বপ্নদ
চাই সে-অন্ধ ও বধির স্যাণ্ডলের নিষ্ঠুর কামড়।