পিতার সমাধিলিপি

এখানে বিলুপ্ত যিনি ব্যর্থ ছিলেন আমার মতোই
কিছুই যায় আসে না তার যদি ঝ’রে কবরে শিশির
নিরর্থক এইখানে সব ফুল-বকুল বা গন্ধরাজ জুঁই
এখানে তাৎপর্যহীন সব ধ্বনি শব্দ বাক্য পৃথিবীর
এখানে শূন্যতা শুধু সত্য-শূন্যতাই জ্বলে অহরহ
পশুর পায়ের দাগ আর ফুল এইখানে এক অর্থবহ