প্রেম

যেদিকে ইচ্ছে পালাও দু-পায়ে, এইটুকু থাক জানা:
চারদিকে আমি
কাঁটাতারে ঘিরে সাস্ত্রী বসিয়ে পেতে আছি জেলখানা।

কুকুর যেমন সব-ক’টি দাঁতে গেঁথে রাখে প্রিয় মাংস,
গেঁথে রাখি দাঁতে তোমার শরীর এবং রূপের অধো-আর-উর্ধ্বাংশ।

পশ্চিমে গেলে দেখবে তোমার অতুলনীয় স্বাস্থ্য
খেতে ছুটে আসে
একটি বিশাল ডোরাকাটা বাঘ- শিক্ষিত সূর্যাস্ত।

উত্তরে খুঁড়ে গভীর কবর জেগে আছি মিটমিট
মাটির তলায়
সুস্বাদু ওই মাংসের লোভে শবাহারী কালো কীট।
দক্ষিণে গেলে দেখবে দুলছে একটি ব্যাপক সিন্ধু-
আমার অন্ধ চোখ-থেকে-ঝরা একফোঁটা জলবিন্দু!