প্রেম

প্রেম, দ্বিতীয় নিশ্বাস, এই অসময়ে তুমি হয়তো অমল
থাকবে না। ঘিনঘিনে নোংরা মাছি ঢুকতে পারে
তোমার ভেতরে, পচন ধরাতে পারে, পচনের কাল আসে
একদিন সব পুষ্পেরই, প’চে যেতে পারো তুমি, প্রেম,
অজস্র ওষ্ঠ দিয়ে আমি চেটে নেবো সমস্ত পচন, শুষে নেবো পুঁজ,
শুদ্ধ ক’রে তুলবো তোমাকে। প’ড়ে যেতে পারো তুমি
অতল পাতালে, ডুবে যেতে পারো উদ্ধারহীন আবর্জনায়,
পা’ক থেকে তুলে আনবো অসংখ্য ওষ্ঠের আদরে আমার দৃষিত
পতিত সুন্দর, পরিশুদ্ধ ক’রে তুলবো শুভ্র পদ্ম, সরোবরে
ভাসবে তুমি শুদ্ধ রাজহাঁস। ক্ষয়ে যাবো আমি,
খ’সে পড়বে ওষ্ঠ, গ’লে যাবে চোখ, বধিরতা হবে সঙ্গী, হৃৎপিণ্ড ছেয়ে
যাবে ঘায়ে, পচবে মগজ, তুমি থাকবে অনশ্বর বিশুদ্ধ অমল।