সেও আছে পাশে

যখন ঝনঝন বাজে! টিন-দস্তা-পেতল-শেকল!- সমস্ত আকাশে।
যতোই পালিয়ে থাক, বুঝি, বজ্রবিদ্যুৎ এড়িয়ে পেরিয়ে
রৌপ্য-চাঁদ অভ্র-বন্যা চন্দ্রাস্ত সূর্যাস্ত তুষারের সাথে সেও আছে পাশে!

যখন কমলাগন্ধ, ভয়াবহ লাল ওষ্ঠে সাংঘাতিক কারুকার্যমণ্ডিত হাসি
তছনছ ছড়িয়ে যায় ডানা-মেলা বাসে,
টের পাই নৌকোর মাস্তুল দেখে, যতোই আড়াল যাক, সেও আছে পাশে।
যখন ঝাপিয়ে পড়ে লাল অন্ধকার উড্ডীন জাহাজে, শুকোয় রাংতার মতো
ঝলকিত কলকব্জা মূখ বালকের ত্রাসে,
অবিরাম অস্ত দেখে চারদিকে পল্লবে পাথরে, বুঝি, সেও আছে পাশে।

যখন সূর্যাস্ত বল্লমের মতো গেঁথে থাকে স্রোতে-ভাসা নামহীন লাশে,
মাটি জল নিসর্গের বাড়তি সৌন্দর্য দেখে
বুঝি ওই নিষ্প্রাণ বস্তুর সাথে, যতোই সুদূর যাক, সেও আছে পাশে।

যখন হঠাৎ দেখি আমার বধির চোখে এক ফোঁটা কালো জল
কেউ রেখে চ’লে গেছে জানুয়ারি মাসে,
জন্মান্ধ দু-চোখ অন্ধ, বুঝি, রক্ত-তাপ-মুমূর্ষার সাথে সেও আছে পাশে।