শ্রেণীসংগ্রাম

থরোথরো পদ্য লিখে লাল নীল মেয়েদের
এই বুকে কতো যে ডেকেছি
আমার সোনালি বউ না হয়ে
তারা সব ধনীদের উপপত্নী হয়েছে।
বালটিতে জল ট্রেনে কতো দিন
হৃৎপিণ্ড মিশিয়ে গোলাপের শেকড়ে ঢেলেছি
আমার উঠোনে না ফুটে
উল্লাসভরে তারা ধনীদের ফুলদানিতে ফুটেছে

হে পথ হে দেশ একবার ডাকতেই
বুকের ভেতরে এমন নিবিড় টেনে নিলে