তার করতল

তার করতলে প্লেন ওড়ে বয়ে যায় সবুজ বাতাস
মাঘের বৃষ্টির পর চাষী আসে বীজ নিয়ে ক’রে যায় চাষ
সবুজ চোখের মতো জন্মে গাছ পাখিরা তাকায়
মাঝির নৌকো দেখে করতল নদী হয়ে যায়
অঝোর বৃষ্টির দিনে ব্যালকনি জলে থৈথৈ
করতল হয় তার বৈষ্ণব পদাবলি কবিতার বই
দুর্ভর তিমির রাত্রে করতল দীপ হয়ে জ্বলে
সপ্তসিন্ধু দশদিগন্ত যেনো তার মুঠোর দখলে
যখন উদ্বাস্তু আমি ঘর কাঁথা শয্যা কিছু নাই
করতল শয্যা হয় অলস গেঁয়োর মতো বিভোরে ঘুমাই