টয়লেট

ড্রয়িংরুম থেকে আমি পালিয়ে এসেছি টয়লেটে
সেই মাছ সেই গাছ যা সব আটকে থাকে দেয়ালে টেবিলে
আমাকে করেছে ভীত অরণ্য দিঘির স্মৃতি ভয়াল হুঙ্কার দিয়ে
করেছে ঘেরাও সোফাসেটে ব’সে-থাকা বিবর্ণ আমাকে

কার্পেট তরঙ্গ হয়ে যদি দুলে ওঠে
হরিৎ পত্রালির মতো লাফ দেয়
কাচের পুকুরে পোষা মাছ
আমার গ্রাম্যতম এই দুটি চোখের সামনে
তাহলে কী ক’রে আমি বদ্ধ রাখি
নিজেকে ড্রয়িংরুমে সজ্জিত বাগানে
আমি পালিয়ে যাবোই টয়লেটে (যেহেতু স্থান নেই আর)

ছোট্টশিশুর মতো হাততালি দিয়ে ঝরো জল
লুপ্তবাল্য মেলে দেয় গুপ্ত করতল
এখানে সবাই খেলে সারাক্ষণ নিরুদ্দেশ খেলা
রাজপথ ল্যাম্পপোস্টে বাজায় বেহালা

আমি কারখানা যুদ্ধক্ষেত্র ড্রয়িংরুম থেকে
পালিয়ে যাবোই টয়লেটে