ভালোবাসবো, হৃদয়

ভালোবাসবো, হৃদয়, তুমি সাড়া দিলে না।
শুধু দাউদাউ জ্ব’লে উঠলো রক্ত
দাবানলে পুড়লো স্বর্ণলতা, ছাই হলো
শাল তাল শিমুল সেগুন, দিগন্ত জুড়ে
দগদগ করতে লাগলো একটা গনগনে ঘা।

ভালোবাসবো, হৃদয়, তুমি সাড়া দিলে না।
শুধু মাংস গললো এঁটেল মাটির মতো
বিষাক্ত কাবাবের গন্ধ উঠতে লাগলো
প্রত্যেক কোষ থেকে, তার ভেতর থেকে
ঝরতে লাগলো অবিরাম লকলকে লালা।

ভালোবাসবো, হৃদয়, তুমি সাড়া দিলে না।
একপাল কুকুরের মতো এগিয়ে এলো ওষ্ঠ
মাতালের মতো টলতে টলতে এলো একজোড়া
হাত, আর একটা মত্ত অন্ধ অজগর
ঢুকতে লাগলো অন্ধকার আদিম বিবরে।

ভালোবাসবো, হৃদয়, তুমি সাড়া দিলে না।