কি যে হলো আজ

কি যে হলো আজ
কেন মন বারে বার
পেতে চায় তোমাকে নির্জনতায়
শেষ হলো সব কথা তবু মনে হয়
আরো কিছু বলি নিরালায়।

ফিরে ফিরে আসি কেন আমি বারে বার
তুমি কি-তা বোঝনা বন্ধু আমার?
দেখা হলে কথা যত বলা হয়ে যায়
বেশি যেন বাকি থাকে হায়।

জানো কি তুমি কত আবেগে
ভরে তোমাকে দেবো অনুরাগে
তোমাকে নিয়ে সবকিছু ভুলে
মনে জেগে থাকে সেই তাজমহল।

তুমি আমার কাছে ভাষাহারা বর্ণনা
সব চাওয়া কি পাওয়া হয়, -হয় না
তুমি আমি পাবো জীবনের এক মোহনা
তুমি যে আমারই প্রিয়তম।

জানো কি তুমি কত যতনে
পেয়েছি তোমায় মধু লগনে
তোমারই সুখের লাজুক ভাষা
আমায় সুখে রাখে শুধু সঙ্গোপনে।

তুমি আমার কাছে স্বপ্ন কি কল্পনা
এই স্বপ্নে কি সত্যি হয়? -জানি না
তোমাতে পেয়ে গেছি প্রেমেরই সে প্রেরণা
তুমি যে আমার প্রিয়তম।

কন্ঠঃ হাবিব ওয়াহিদ, ন্যান্সি
সুর ও সঙ্গীতঃ হাবিব ওয়াহিদ