বলে যা

উড়ে আয় পাখি আয়, গোধূলীর শেষ বেলায়,
বলে যা তুই বলে যা, হারালো সে কোথায়,
এই মন সারাক্ষণ পিছনে ফিরে চায়
স্বপনের ভূবনে রয়েছে আশায়।

একাকী গীটার হাতে কথা বলে যাই
ধ্রুবতারার সাথে রাত্রি কাটাই,
তারার দেশে চলে যাই ইচ্ছে হয়
ভুলে পৃথিবীর মলিন সময়।

এই মন সারাক্ষণ আঁধারে কেঁদে যায়
বিষাদের ছোঁয়াতে সুখেরা হারায়,
এই মন সারাক্ষণ নিয়তির ইশারায়
সীমাহীন সাগরে নিজেকে ভাসায়।

কন্ঠ ও সুর: শাফিন আহমেদ