সন্ধ্যা

আরো ক্ষণকাল দাঁড়াও সন্ধ্যা
মৃদু মন্থর পায়ে,
তারার মাণিক জ্বালাব তোমার
আঁধার আঁচল ছায়ে।

কপালে চাঁদের পরাব টিপ,
চরণে পরাব রাতের প্রদীপ,
ঝিঁঝিঁর নূপুর শুনিতে শুনিতে
ঘুম দেশের বন-ছায়ে।

আকাশ ভরেছি সিঁদুর সাগরে
মেঘে মেঘে রঙ মেখে,
অলস আলোরে বিছায়েছি পথে
কোথা যাবে সব রেখে।

এমন মৌন গোধূলি লগনে,
হৃদয়ে হৃদয়ে স্বপনে স্বপনে;
কিছুবা বলিব কিছু না বলিব
রাতের তিমির ছায়ে;

আরো ক্ষণকাল দাঁড়াও সন্ধ্যা
মৃদু মন্থর পায়ে।