আমিতো বুঝি না

আমি তো বুঝি না ঠিক
কবে বরষা, কবে বসন্ত দিন,
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন
খুঁজে খুঁজে মরি মিছে রাত নাকি দিন।

সবুজ ঘাসে ও কি ভোরের শিশির
নাকি আলোহারা রজনীর আঁখি-নীড়,
এসব যতই ভাবি, তত দিশাহীন
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন।

খেয়ালী বাতাস, ডেকে যায়
রেখে যায় চেনা চেনা বাস,
আমার তো পথ নেই, পথের আমি
কিছু মিছে পিছু ডাকে, থমকে থামি।

ফিরে এসেই চোখ দেখি, সে আশাও ক্ষীণ
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন।

কন্ঠঃ শ্রীকান্ত আচার্য