ভালো লাগছে

ভালো লাগছে, ভালো লাগছে
কেন তা বলতে পারিনা,
আলো-আঁধার, নিকট-দূর
ঘুম পাড়ানি গান, ঘুম ভাঙ্গানো সুর
লাগছে – ভালো লাগছে।

থেমে থাকা, পথ চলা
বলার খুশীতে কথা বলা,
মন ঘরে গড়া এ’মধুপুর
লাগছে – ভালো লাগছে।

ভালো লাগছে পথ চাওয়া
সময় হারিয়ে যাওয়া,
ভালো লাগছে দারুন ঝড়
ভালো লাগছে দক্ষিন হাওয়া।

মুখে হাঁসি, চোঁখে কাঁদন
কি যাদু মন্ত্রে গড়া বাঁধন,
শুধু সুধা নয়, সবই মধুর
লাগছে – ভালো লাগছে।

কন্ঠঃ শ্রীকান্ত আচার্য