আজ আমার মনের ফাঁকে ঝড় ঢুকেছে (গান)

আজ আমার মনের ফাঁকে ঝড় ঢুকেছে
বাদলা রাতের অন্ধকারে,
সেথা সে এলোমেলো তাল তুলেছে
কোন্ কুরির বন্ধ দ্বারে!
বিজলি ঝিক্‌মিকিয়ে
নিমেষে যায় দেখিয়ে
কবেকার কোন অতীতের
অশ্রসজল বন্দনারে!
প্রলয়ের মেঘ যে বাজে
পোড়া এই বুকের মাঝে
মরমের পরদাগুলো-
উড়ে’ যায় আজকে সাঁঝে;
সেথা যে পাগল মাতে-
সে কেবল স্কন্ধ নাড়ে-
হা হা হা হাঁকছে হাওয়া,
না না না মন্দ না রে!