বিপন্না

কৌরবের সভাতলে বামহন্তে বসন সম্বরি’
অন্য বাহু ঊর্দ্ধে তুলি’ শ্রীহরিরে ডাকি’ বারম্বার,
বিহবলা দ্রৌপদী যবে দুটি চক্ষু অশ্রুজলে ভরি’
ঘৃণায় লজ্জায় ক্ষোভে মেগেছিল মুত্যু আপনার;-
শ্রীকৃষ্ণ তখনো সেই অপূর্ণ নির্ভর হেরি’ তার,
আপনারে একেবারে বস্ত্ররূপে দেয়নি বিতরি’;
কিন্তু যবে নিরুপায়, দুই বাহু মেলিয়া উদার,
চাহিল শরণ শেষে- নিমেষে আসিল নামি’ হরি।
বিমূঢ় পাণ্ডবদল পরস্পরে চাহি’ রহে মুখে,
ধর্ষিতার হর্ষ হেরি’ দুঃশাসন গুমরায় দুখে!

বিপন্ন দ্রৌপদী আজি ঘরে-ঘরে মেলি’ দুই বাহু
কঁদে যে তোমায় ডাকি’; কোথা তুমি লজ্জনিবারণ?
তুচ্ছ করি’ ভর্ত্তৃদলে, ব্যর্থ করি’ দুঃশাসন রাহু-
এস তুমি আর্ত্ত-সখা- এ দুর্দ্দিনে, এস নারায়ণ।