দেহটা টান্‌ছে ঘানি, মনটা মুক্তি খোঁজে (গান)

দেহটা টান্ছে ঘানি, মনটা মুক্তি খোঁজে,
প্রাণটা মায়ের ব্যথায় কঁদিয়া চক্ষু বোঁজে;
কারা ঐ শিকল পায়ে
পউষের প্রবল বায়ে
রয়েছে আদুল গায়ে- আমারি ভাইরা ও যে!

হাতেতে লোহার বেড়ি, গলাতে টিকিট ঝোলে,
অনশন কদিন ধরে’- কিছু নাই পেটের খোলে;
তবুও পরাণপণে
মারি নাম জপ্ছে মনে-
ভাবে বা ক্ষণে-ক্ষণে আছে সে মায়ের কোলে।

মা-ডাকে কাঁপ্ছে গলা ভাঙা ঐ বুকের সাথে,
যেন বা পাঁজরগুলো ভেঙে বা পড়বে তা’তে;
তবু যে থাম্তে নারে,
সে কি আর নাম্তে পারে?
মা এসে ডাক্ছে যারে নিরাকুল নয়নপাতে।

ওরা যে মারি ছেলে- ওরা যে আমারি ভাই,
তাই আজি সকল ফেলে’ কাছে তার যেতে যে চাই;
যদিও বন্ধু রে দ্বার
যদিও চায় বারেবার
যদিও ভাই বলে’ তার ডাকিবার সাধ্যটি নাই।