ফুলের দণ্ড

শেষ পাপড়িটি ঝরিয়া পড়েছে ভূমিতলে-
শেষ রেণুকণা বাতাস নিয়াছে লুটি’;
কালকে যা ছিল ফুল হয়ে দলে-পরিমলে,
আজ তার শুধু বোঁটার মাঝারে ছুটি!

প্রজাপতি আর ভুলেও সেথায় নাহি বশে,
অলিগুঞ্জন কানে আর নাহি বাজে;
উতলা সমীর গন্ধ আশায় নাহি পশে-
ফুলের দণ্ড দগুরূপেই রাজে!

কোথায় সুরভি কোথায় সুষমা কোথা মধু-
হত-গৌরব গত-শোভা সে যে আজ;
শুষ্ক রুক্ষ জীবনে আর কি মিলে বঁধু?
ফুলেরে ফুটায়ে ফুরায়েছে তার কাজ!

প্রেম গেছে যার; জীবন আর কি তারে সাজে-
রিক্ত কুসুম-বৃন্তের কোথা ঠাঁই?
রূপরহন কণ্টক শুধু প্রাণে বাজে-
বার সব গেছে,- তানরা বেঁচে থাকা চাই।