হাহাকার! এইখানে আজ বাঁধরে বাসা (গান)

হাহাকার! এইখানে আজ বাঁধরে বাসা;
সাহারার আগুন ছড়া সর্ব্বনাশা!
উড়িয়ে তপ্তবালি
মেরে ফেল্ গাছগাছালি-
মেরে ফেল মানুষপশু, রেখে যা কৗৰ্ত্তি খাসা।
বুড়ো সব থাক্ সেকেলে,
মায়েদের মরুক ছেলে-
শিশুদের মা মরে’ যাক্, নিবে’ যাক্ প্রাণের আশা
ধূ ধূ ধূ- দেশের চিতার
মুছে’ নিক্ সিঁদুর সিঁথার-
বিধবার নয়নজলের প্লাবন দিয়ে ভুবন ভাসা।

নিরাশার বুকের ‘পরে নাচরে তাথৈ-
তোরে কেউ দেখ্বেনাক, লোক কোথা কৈ?
বিবাগী করুক সবে শকুনির পাপের পাশা!