ঈশান থেকে ডাক এসেছে কাজল-কটা পাল তুলে (গান)

ঈশান থেকে ডাক এসেছে কাজল-কটা পাল তুলে’-
এই বেলা তোর পানসি্খানা দে খুলে’।
অম্বরে আজ ডম্বরুতে দীপক রাগিনী,
পাথর জলে তুল্ছে ফণা অযুত নাগিনী;
মত্ত তুফান গর্জ্জি’ উঠে মৃত্যু-পাগল শার্দ্দুলে-
এই বেলা তোর পানসিখানা দে খুলে’।

কূল ছাপিয়ে জল ছুটে ঐ প্রলয় কোলাহল,
পশ্চাতে তোর আগুন জ্বলে, সাম্‌নে হলাহল,
কোথায় পালাস্ বে পাগল?
মানের মরণ মাগিস্ যদি ভাব্না-ভীতি সব ভুলে’
এই বেলা তোর পাসিখানা দে খুলে’।

বিদ্যুতের ঝিলিকে ওই কে দেখাল পার!
স্বপন নাকি, সত্য, ওকি-মুর্ত্তি আকাঙক্ষার,
মাঝে অন্ধ পারাবার!
যা হয় তা হোক, যায় না থাকা মৃত্যু-ঘেরা এই কূলে,
সাচ্চা প্রাণের ভর্‌সাখানার পালটি তুলে’ মাস্তুলে-
এই বেলা তোর পান্‌সিখানা দে খুলে’।