জোনাকি

সূর্য গেল অস্তাচলে, দিগন্তরেখায়
স্বর্ণ আভা রাখি-
বাবলার শাখা হতে নমি তারি পায়
কহিল জোনাকি;-
তাপহীন তেজোরাশি হে রক্ত গোধূলি
কহি মোর সাধ,-
আদর্শ তোমার আজি শিরে লব তুলি
কর আশীর্বাদ;
তুমি যবে চলে যাবে, তব দীপ্তি সাথে
যাবে চলে দিন;
আমি রব জাগি হেথা জ্বালাইয়া রাতে
দীপ্তি দাহহীন।
ক্ষুদ্র হই তবু এই জগতেরে আমি
বাসিয়াছি ভালো;
যতটুকু সাধ্য আছে তাই দিব স্বামি-
ততটুকু আলো।