অন্ধকার

অন্ধকার, ওগো অন্ধকার!
অসীমের রাজপাটে একেশ্বরী অয়ি বন্ধদ্বার,
নিবিড় নিকষ তব ঘনকৃষ্ণ চিকুরের তলে,
নিখিল উদাস-করা কালো চোখে যে মানিক জ্বলে-
নিশীথ বিরলে
কোনোদিন কারো কাছে মিলিল না সন্ধান তাহার-
ব্যর্থ বসুধার,
অয়ি অন্ধকার!

বিদেশিকা হে অন্তঃপুরিকা,
চিরদিন উপেক্ষিছ আলোকের অন্ধ অহমিকা
দর্শন হইল অন্ধ, বিজ্ঞানের হলো জ্ঞান হারা,
ধ্যানের স্তিমিতনেত্রে অঝোরে ঝরিল বারিধারা,
খুঁজিয়া কিনারা;
ভাষার আভাসপাতে আঁকিবারে তব রূপচ্ছবি
চাহে মুগ্ধ কবি!

বিশ্বজয়ী অয়ি একেশ্বরী,
তোমার তিমির দুর্গে জাগে ভয়- সতর্ক প্রহরী!
দ্বারে দ্বারে অজানার আতঙ্কেতে যাত্রী সব,
পথে পথে অচেনার আশঙ্কার আর্ত কলরব-
ভীষণ-ভৈরব;
কুহুনিশীথিনী তার কাকপক্ষ অন্ধ পাখা দিয়া
রাখে অগিলিয়া!

হে অজানা- ওগো অন্ধকার,
যা-কিছু জানি বা চিনি, তারো মর্মে তব অধিকার!
খনিগর্ভে গিরিগর্ভে বনমধ্যে সমুদ্রের জলে
তোমার বিজয়-চিহ্ন প্রতি ছত্রে আঁকা ধরাতলে-
সর্ব জলস্থলে
সীমা নাই শেষ নাই বাধা নাই- বসুন্ধরা কাঁপে
তোমার প্রতাপে!

হে অচেনা, হে চির অজানা!
মানবের মনোমাঝে কে খুঁজিবে তোমার ঠিকানা?
কোথা ফুটে প্রেমপুষ্প কোন সে নিভৃত অন্তরালে,
কোথা ছুটে গন্ধ তার কোন রস-রহস্য-পাতালে,
কোন সন্ধ্যাকালে;
চিত্তকুহরের ফাঁকে পাকে-পাকে কত হিংসাবিষ
ফুঁসে অহর্নিশ!

তমোময় তোমার আলয়ে
সূর্য চন্দ্র কোনো দিন দৃষ্টি তার হানে নাকো ভয়ে;
প্রগলভের অন্তরালে রচিয়াছ তব রাজধানী,
ত্রিলোক জোগায় নিত্য নিদ্রারূপে পরাভব মানি
রাজকর খানি;
মরণ-তোরণ-দ্বারে ডাক যারে, সেই শুধু যায়
তব পদচ্ছায়!

রঙ্গময়ি হে অবগুন্ঠিতা!
তুমি কিন্তু ত্রিভুবনে হের নিত্য চির অকুণ্ঠিতা;
বন্ধ বাতায়ন পথে অপরূপ কালো ভুরু হানি
বাসনার হাত হতে খসাও উদ্ধত অসিখানি,
ওগো মহারানি;
লালসার বক্রদৃষ্টি নিবে তব সংক্ষুব্ধ নিশ্বাসে,
মৌন অট্টহাসে!

হে নিঃসঙ্গ, তবু ভাবি মনে-
তোমারও ঈপ্সিত বুঝি আছে কেহ সুদূর ভুবনে!
বিরহ-বেদনা যার ধূমাঙ্কিত বাসনার ধূপে,
ছাপিয়া হৃদয় তব চিররাত্রি জ্বলে কালোরূপে,
তমিস্রার স্তূপে;
একবেণীধরা তুমি জাগ নিত্য নিশীথ শয়নে
বিনিদ্র নয়নে!

হে ব্যথিতা, হে অপরিচিতা,
তব রুক্ষ কটাক্ষেতে নিবে আয় দিবসের চিতা;
সখী রাত্রি একা যাত্রী তোমার গহন কুঞ্জবনে
অপরাজিতায় ঘেরা, কোকিলের মৌন আলিম্পনে
জাগে তব সনে;
তোমার বাঞ্ছিত সঙ্গী মৃত্যুঞ্জয় সর্বভয়হারা
যোগে আত্মহারা!

হে শঙ্করি, হে প্রলয়ঙ্করি,
তবু বর দেহ দেবী, এ জীবনে তোমারেই বরি।
জীবনের পূর্বপারে তুমি ছাড়া কে ছিল মা আর?
মাঝে দুদিনের সেতু, আছ তুমি ঘেরি পরপার,
হে চির-আঁধার;
তোমার অনন্ত রূপ চিনিবারে এ মর জীবনে
দীপ্তি এ নয়নে!

ওগো মাতা, ওগো অন্ধকার!
আলোকের অন্ধ শিশু- অক্ষমের লহ নমস্কার;
কী ভাবে তোমারে ডাকি, শ্যামশ্যামা-
তাই গড়ি মনে
তোমার অরূপ রূপ বাঁধিবারে সীমার বন্ধনে
চাই প্রাণপণে!
অতুল সে কালোরূপে, ছায়াছবি তব প্রতিমার,
নমি বারম্বার,
অয়ি অন্ধকার!