প্রভাতে বিদায়

সঙ্কীর্ণ তীরের সীমা সাগরে ঘিরেছে একেবারে;
সমুজ্জ্বল সূর্যালোক দেখা যায় শৈল-পরপারে,
সরল সে পথখানি, তার লাগি স্বর্ণালোক ভরা-
আর মোর লাগি- কোথা কর্মময় লোকময় ধরা!

(ব্রাউনিং)