রবীন্দ্রনাথ

বসেছিলাম পায়ের কাছে, ভেবেছিলাম মনে-
একটা কিছু চেয়ে নেব সেবায়- আরাধনে।
আর সবারই পূজার শেষে
বলেছিলে ঈষৎ হেসে,
কবি, তুমি বলো, তোমার কিসের নিবেদন;
বলেছিলাম, পাই যেন এই সঙ্গ সারাক্ষণ।

বলেছিলে- যাবার পথে অস্তাচলের কোণে,-
অনুদিনই জেগে আমি ই তোমার মনে,-
আমায় কিন্তু ভুলতে হবে,
শুধু আমার দীপ্তি রবে-
পড়বে মনে- চাইবে যখন তোমার দু’নয়ন;
তোমার আমার সেই দেখারই রইল আয়োজন।

আজ যেদিকে ফিরাই আঁখি- যেথায় যাহা আছে,
মনে পড়ে সেই কথাটাই- আছই তুমি কাছে।
ধরার মুখে তোমার আলো,
চাইতে গেলেই লাগে ভালো,
যে বাণী মোর মন ভুলালো, স্মরণ করি তাই;
তোমার আমার দেখার পখে তাইতো বাধা নাই।

মুখের কথা? নাই-বা হলো- বুকের মাঝেই থেকো,
দিন ফুরাবার আগে আমার এই মিনতি রেখো।
চোখের পথে, মনের মাঝে
তোমার যে সুর সারং বাজে,
সেই সুরেরই আবেগ যেন না ছাড়ে একতিল;
চোখের পাতায় মনের খাতায় হারায় নাকো মিল।