রেখা

হৃদয়-চেরা রক্তে আজি আঁকিনু রেখা যতনে
তোমারি পায়ে পায়ে দিতে আলতা;
জানি না সেকি যোগ্য হবে রক্ত-জবা চরণে,
যদিও মাগো জবারি মতো লাল তা।
হোক না হোক তোমারি সে তো, কোথায় পাব অধিক আর,
তোমারি সে যে, হোক না ভালো মন্দ;
কুঞ্জে ফুটে পুস্প- আছে সবারি পূজা অধিকার,
যদিও নাহি সবারি মধু গন্ধ।
আকাশে মাঠে, কাননে ঘাটে, গোধূলি মেঘ-স্বর্ণে
ছড়ানো তব সুষমা অফুরন্ত;
তোমারি দেওয়া নয়ন-তুলি ডুবায়ে তারি বর্ণে
আঁকিল রেখা কল্পনা দুরন্ত!
জগৎজোড়া নয়ন তব রয়েছে চাহি দিবারাত,
যে চোখে কভু এড়ায় নাকো তিলটি;
কানের কালো কষ্টি ‘পরে কষিয়া লয়ে রেখাপাত
বুঝিবে তুমি সোনা কি শুধু গিল্টি।