শিশু-রহস্য

কহিতে জানে না কথা- মুখে ভাঙা ভাষ,
চলিতে পারে না, সদা চলিবার আশ;
হাসি কি জানে না, মুখে হাসি আছে ফুটে’,
কান্না অর্থহীন, চুম্বনেতে কেঁদে’ উঠে;
ভাবুক নহেক তবু খেয়ালেতে আছে,
আকাশের চাঁদেরে সে মিতা করিয়াছে;
ভাল মন্দ নাহি বুঝে, যা পায় তা খায়,
মায়ে মারে, তবু ফিরে’ মারি কাছে যায়;
রাত দিন ধূলো মাথে তবুও সুন্দর,
হাসিতে ফুটিয়া উঠে কলিকা কুন্দর;
ধর্ম্মের ধারেনা ধার- কৃষ্ণ কিম্বা যীশু,
লজ্জাহীন নগ্নকার অধাৰ্ম্মিক শিশু!
সৰ্ব্ব-লোক-শিশু-পিতা বিধাতার বরে,
অকলঙ্ক শিশুবেশে মানবের ঘরে!