ভারতবর্ষ

গঙ্গা গো দাবরী সিন্ধু সরস্বতী তরল ধারা বলিহারা,
বিন্ধ্য হিমাচল কাঞ্চি মুকুট ধরা মলয় বলয় শোভা সারা,
নিযুত নিঝর ঝরঙ্কৃত শিঞ্জিনী উপল নূপুর মণি পৃক্তা,
লক্ষ তড়াগ হ্রদ বক্ষের মৃগমদ চন্দন পঙ্কানুলিপ্তা;
জয় জয় ভারত মর-অমরাবতি জয় ভুবনেশ্বরি মাতা,
চিরসম্পদ খনি দেশ শিরোমণি! চরণে ধরণী নতমাথা।

বর্ষা শরত হিম শীত মধু আতপ সজ্জিত ফল ফুল ডালা,
শাল তালী বট খর্জ্জুর নারিকেল আম্র কানন কেশ মালা;
ধান্য গো ধূম যব হরিত হিরণ রুচি ঝলমল অঞ্চল দোলে,
চামেলি চম্পক কুন্দ কমল নীপ গ্রন্থিত বক্ষ নিচোলে;
জয় জয় ভারত মর-অমরাবতি জয় ভুবনেশ্বরি মাতা,
চির সুষমা খনি রাণী শিরোমণি! চরণে নিখিল নতমাথা।

বারণ হয় মৃগসিংহ মহিষ বৃষ শার্দ্দূল বাহন সাথী,
হংস পারাবত শুক পিক চন্দনা ময়ুর মুখর বনপাঁতি;
তীর্থ দেবালয় মন্দি মন্দ্রিত শঙ্খ ঘণ্টার তিরাবা,
সপ্তস্বরা বেণু মুরজনিনাদিত ঝঙ্কৃত বীণ রবাবা;
জয় জয় ভারত মর-অমরাবতি জয় ভুবনেশ্বরি মাতা,
নিখিল শিল্প কলা গৌরব মণ্ডিতা! চরণে পৃথী নতমাথা।

নিত্যলোক চিরবন্দিত পদযুগ নন্দিত বিশ্ব নমস্যা,
দীপ্ত জ্ঞান রবি রাগ বিভাসিত আদিম যুগ অমাবস্যা;
বিপুল বীর্য্য তব আর্য্য কীৰ্ত্তি বল অর্পিল দুর্ব্বল দীনে,
আশ্রম উচ্ছ্রিত সামমন্ত্র তব শান্তি সঁপিল সুখহীনে;
জয় জয় ভারত মর-অমরাবতি জয় ভুবনেশ্মরি মাতা,
কৰ্ম্মদাত্রী তুমি ধৰ্ম্ম-ধাত্রী ভূমি! তব চরণে নতমাথা।

অম্বরপরে চিরগম্ভীরমন্দ্রে বাজিছে কালের ডঙ্কা,
ধাবিত মানব যুগে যুগান্তরে অন্তরে সঙ্কটশঙ্কা;
অভয় বাণী তব নাশি’ পন্থাভয় মাভৈঃ রবে দিল আশা,
আত্মা অমর বলি’ প্রথম প্রচারিল জাগ্রত তব দেবভাষা;
জয় জয় ভারত মর-অমরাবতি জয় ভুবনেশ্বর মাতা,
দুঃখ বিপদজয়ী করুণা মূর্তিময়ী! তব চরণে নতমাথা।

নিখিললোক যেথা পুণ্যমিলন লভি’ ধন্য হইল তব বক্ষে,
নিখিল ধৰ্ম্ম চির-লোকধৰ্ম্ম ধরি’ শান্তি লভিল নবলক্ষ্যে;
দিকে-দিকে উত্থিত দ্বন্দ্বকলহ যত ক্ষান্ত করিয়া মধুমন্ত্রে,
দীপ্তবাণী তব ঝঙ্কৃত করি’ দিলে বিশ্ববিপুলবীণযন্ত্রে;
জয় জয় ভারত মর-অমরাবতি জয় ভুবনেশ্বরি মাতা,
শাশ্বত মানব মন মন্থন ধন! তব চরণে নত মাথা।